সুখের কদর যায়না বুঝা না পড়লে কেউ ফান্দে,
বিলাসিতার মানবগুলো অল্প শোকে কান্দে।
জলে ভাসা পদ্মগুলো তীরের আশায় বাঁচে,
উড়নচন্ডি বোকাগুলো ঠাঁট বজায়ে নাচে।
পুঁথি পড়া বিদ্যান গুলো মুখের জোরে চলে,
পরাজয়ে বড়ই লজ্জা জিতে ছলে বলে।
শিক্ষিত আর অশিক্ষিতের ফারাক কোথায় বলো!
সুশিক্ষাকে খেলো গিলে কুশিক্ষিত হুলো।


রচনা স্থান:- সিলেট, বাংলাদেশ