হৃদয়ের এক কোণে, জমা কিছু আশা
তাই নিয়ে টিকে থাকা, ফিকে ভালোবাসা,
জঠরের নিবিড়তা যায় ভুলে সবে
জীবনের বলিদান যেই শুরু ভবে।
পরজীবি চারিপাশে, কুকড়ানো মন
বেঁচে থাকার প্রেরণা, মাতৃছায়া ধন,
সংগ্রামী চেতনায় স্নেহমাখা মুখ
করে দূর নিমেষেই ঘুচে কিছু দুখ।


সময়ের দোলনায় রোজ জমা হয়
এই বুঝি এলো ক্ষণ, তিল তিল ভয়,
মমতার দ্বারখানি হলো বুঝি রুদ্ধ
আবেগ আর বিবেকে নিত্যদিন যুদ্ধ।
হৃদয়ের বলয়েতে উথলানো ঢেউ
হারাতে চায়না কভু মাতৃছায়া কেউ।