কতক মানুষ বড়ই চতুর স্রষ্টাকে যায় ভুলে,
অমোঘ বাণী শান্তির ডাকে লড়ে পাঞ্জা তুলে।
আদলের রং হরেক রকম অন্তর জবর কালো,
কথা তো নয়, তুফান যেনো হয়না কারো ভালো।


ভোলা বদন কদাকার মন, ঋজু খায় যে ধোঁকা,
আতিশয্যে মোহিত হয়ে বনে সবাই বোকা।
চতুর হাসে মনে মনে, ঘুরায় কথার ছড়ি,
বোকা মানব আনন্দেতে গিলে বিষের বড়ি।


চতুর বোকার গলাগলি ঘুমায় একই কাঁথায়,
উড়নচন্ডি বোকা গুলো কাতরায় মেকীর ব্যাথায়।
পশুর মধ্যে শিয়াল চতুর, ভাবে তাকে রাজা,
অঘোরে যে পড়ে মরে পায়না কথিত প্রজা।