যে কলমে লিখা হয়
কথা শত শত,
ফুরোলে তার কালি হয়
মূল্যহীনের মতো।


যে ফুলেতে গন্ধ পাই
আবেগ ভরা দিনে,
গেলে ঝরে দেই ছুড়ে
ময়লা ফেলার বিনে।


যে ছাতাকে মেলে রই
ঝড়, বৃষ্টি, রোদ হলে,
গেলে থেমে তাদের রোষ
রাখি ফেলে ছলে।


যে পত্রিকা ভোর বেলা
করে জীবন ধন্য,
ফুরোলে হয় কদর তার
দাঁড়িপাল্লার পণ্য।


যে মানুষটা বিপদে
সদা কাছে থাকে,
হলে স্বার্থের উনিশ বিশ
কে - বা মনে রাখে।


দু’দিনের এই দুনিয়ায়
সবই মায়ার খেলা,
অমূল্য সব জিনিস হায়
ক্ষণিকের-ই ভেলা।