নভোমন্ডলে ঘুরপাক খাওয়া অনাথ আকাঙ্ক্ষাগুলো, নীলের ছায়া মাড়িয়ে,
মেঘ বালিকার চোখ ফাঁকি দিয়ে,
পবনের কাঁধে ভর করে, লোহার ফটক গলে, জানালার কার্নিশ বেয়ে, টুপ করে এসে আশ্রয় নেয়,
কোনো এক দুরন্ত বালিকার, মায়াভরা দু’চোখের অলিন্দে।
কুড়ানোর সময় কোথায় তার?
বেওয়ারিশ লাশের মতো ভেসে চলে, একূল থেকে ওকূল, পায়না সদগতি।
ধুলোয় ধুসরিত মলিন হয়ে কেবল-ই ঘুরপাক খায়। হারিয়ে ফেলে নিজের অস্তিত্ব।
একপেশে জীবনের, একঘেয়ে যাঁতাকলে চিড়ে চ্যাপ্টা হয় ক্ষণে ক্ষণে।
অনাথ আকাঙ্ক্ষাগুলো অকালে মৃত্যুলাভ করে, ফিরে যায় আবার নভোমন্ডলের জঠরে, হয়তো পুনরায় ভর করবে কোনো এক নতুন অলিন্দে।
এ জীবন আর সে জীবনের মিল, নাও থাকতে পারে। এই আকাঙ্ক্ষায় আবার আকাঙ্ক্ষাগুলো হয়ে উঠে অনাথ, খুঁজে ফেরে নতুন কোনো দুরন্ত বালিকার মায়াভরা চোখের অলিন্দ।
যা কিনা তাদের একমাত্র বাঁচার অবলম্বন।