সত্য কথায় শত্রু বাড়ে
পুরান চালে বাড়ে ভাত,
চশমখোরের মিটেনা আশ
পুরো সাগর করে কাত।
মানবজমিন খাঁ খাঁ করে
বাঁদর সেথায় দেখায় খেল,
সুযোগ বুঝে গর্তের ইঁদুর
ন্যাড়ার মাথায় ভাঙে বেল।
জনজীবন ঠুনকো আজি
মনুষত্ব্যের নেই বালাই,
ভিতর থেকে খিল দিয়ে তাই
খিড়কি দিয়ে চল্ পালাই।