অন্যের ভালোয় পরাণ পুড়ে,
নিজের ভালো ঠিকই চাই
অন্যের খুশীর দেখলে খবর,
হিংসায় জ্বলে ভাল কুচকাই
নিজের জন্য আশা যেটা,
অন্যে পেলে হতাশ হই,
অভিনন্দন না জানিয়ে
গোমড়ামুখে চুপটি রই।
নিজকে ভাবি সর্বেসর্বা,
অন্য হলো পাড়ার মই
জগৎ সংসার তাইতো বিরান,
সম্পর্ক আজ শুকনা খই।