বিবেক যে আজ প্রশ্নবিদ্ধ
আবেগ ছন্নছাড়া,
মানবকুলের সার-ই বৃথা
হলে মূলধন হারা।
রিপুর তাড়ন, অন্তর দহন
মানব জন্মের খেলা,
পোড়া অন্তর সিদ্ধি করে
ভাসাই শান্তির ভেলা।
শৌর্য-বীর্য, চৌর্যবৃত্তি
কায়াতে-ই সব ছল,
সঠিক গুণে হলে পুষ্ট
হতো কি মাকাল ফল?
মনের দানব করে নিধন
বনের বাঘকে তাড়ি,
গাঁজাখুরি চিন্তা গুলো
গলা টিপে মারি।