সভ্য যুগের নব্য কবি
ঘাড়টা করে ত্যাড়া,
ভুল বানানে কাব্য লিখে
নিজকে ভাবে সেরা।
ব্যাকরণের নেইকো বালাই
যা ইচ্ছে তাই লিখে,
দাঁত বসাবার নেই ক্ষমতা
কোথা থেকে শিখে!
কভু যদি ঢিল ছুঁড়ে দাও
ভুলের রাজ্য যেথায়,
জ্ঞানের ভান্ডার উঠবে লাটে
কাঁদবে তুমি সেথায়।
ছেড়ে দে মা কেঁদে বাঁচি
বলবে তুমি তড়িৎ,
জানটা নিয়ে পালাবে গো
জেনে রাখো নিশ্চিত।
মানুষ হলে ভুল তো হবে
আমিও তো করি,
ত্যাড়া ঘাড়টা করে সোজা
সত্যের রশি ধরি।
তবেই তো বাড়বে বিদ্যা
ঘুচবে মনের কালো,
সঠিক জ্ঞানে পুষ্ট হয়ে  
ঝিলিক দিবে আলো।