দুঃখ সুখের কাঁথা বুনি
সাদা-কালো মনে,
রঙিন জগৎ হাওয়াই মিঠাই
বলে গুরুজনে।


তবুও তো মানেনা মন
চায় যে রঙিন ঘুড়ি,
ইচ্ছে করে অজানাতে
ডানা মেলে উড়ি।


সাদা-কালো মনে মিশাই
একটু রঙের ছোঁয়া,
সময় হলে হবে জানি
বারিষ জলে ধোঁয়া।


সেইতো আবার রইবো পড়ে
ধুসর মনের কবি,
দেওয়ালেতে উঠবে ভেসে
সাদা-কালো ছবি।