জীবন নদীর বুক চিরে কেউ ভাসায় স্বপ্নের ভেলা,
কেউবা দেখো হেলা ফেলায় শেষ করে দেয় বেলা।
রঙ্গমঞ্চের সাজ বাতিটা কেউবা আঁকড়ে ধরে,
কেউবা দেখো ফুৎকারে তা হাওয়ায় বিলীন করে।
তন্ত্র মন্ত্রের জপমালাতে কেউবা গাঁজলা ছোটায়,
কেউবা দেখো কুলুপ এঁটে নিজের মধ্যে গুটায়।
শেষের ঘন্টা বাজবে জানে চুক্তি আছে করা,
সময় কালে হয়না সজাগ মোহে কলস ভরা।
বোবা দৃষ্টি অম্বরে চায় ঘন্টা ধ্বনি শুনে,
পিন পতনের নিরবতায় এক্কাদোক্কা গুনে।