মনটা থাকে আকুল সদাই জীবনটাকে নিয়ে
আর কতটুক গল্প বাকি, থামবে কোথায় গিয়ে!
থাকতো যদি হতো ভালো আয়ু মাপার যন্ত্র
সিন্ধুকেতে রাখতাম আগলে শেষ জীবনের তন্ত্র।
যৌবনকালের শ্রেষ্ঠ সময় হেলায় ছুঁড়ে দিলে
পাপ গুলো সব জটলা বেঁধে খাবে আমায় গিলে।
কোথায় গিয়ে ফেলবো উপড়ে পূর্ণ পাপের ঘড়া?
কোন সাগরে শুদ্ধ হলে পড়বে দানব মরা!
সময় যে হায় যায়রে ভেসে বিন্দু বিন্দু জলে
থাকতে আমি চাই যে মহান রবের ছায়াতলে।