দুঃখের হাঁড়ি সুখের বাড়ি
গড়াগড়ি খায়,
আবার দেখো সুখ পাখিটা
দুঃখের পানে ধায়।


থাকলে চোখে রঙিন চশমা
চোখে ভাসে রঙ,
অন্ধজনা স্বপ্নেও তো
দেখেনা সে ঢং।


কারো পাতে শুকনো রুটি
তৃপ্তি ভরে খায়,
বাহারি পদ পেয়েও কেহ
শুকনো মুখে চায়।


তাইতো বলি সুখ পাখিটার
বসত সবার মনে,
কেউবা তারে পায় সহজে
কেউবা হারায় ক্ষণে।