জীবনের সব মোহ গুলো একই ঘাটে বাঁধা,
কেউবা সাজি কলির কৃষ্ণ কেউবা সাজি রাধা।
জুয়াড়ী তার জুয়ার নেশায় থাকে সদাই মত্ত
জীবনভর হারলে পরেও অটল তাহার তত্ত্ব ।
বৃন্দাবনের নিশীথ কানন যৌবন সর্বহারা,
পৌড়ত্বের দ্বার থাকলে খোলা দেয়না কেউ তা নাড়া।
ফুটলে যে ফুল ভ্রমর আসে ন্যুব্জে নাহি তাড়া,
ঝরা ফুলে আশায় কহে একটু খানি দাঁড়া।
চতুর বদন চিত্ত বিভ্রম পাপের ডালা সাজে,
কলি কালের কৃষ্ণ কলি ডুবে যে তার মাঝে।
হেলায় ফেলায় ধুয়ে বেলা গোধূলিতে বসে,
হিসাব যদি মিলাতে চাই পড়বে আয়ু খসে।
জীবনের সব মোহ গুলো দিয়ে জলাঞ্জলি,
পঙ্কিলতা ঝেড়ে ফেলে শুভ্র খাতা খুলি।