ভালো আমল পড়লে চোখে
চোখ ঘুরিয়ে নেই,
রূপকথার সব কল্প কিচ্ছায়
হারাই নিজের খেই।
ভীষণ মজা রম্য রসে
সময় বলি দেই,
হুজুগে তাই থাকি মেতে
মনটা নাচে ধেই।
কপাল আমার টিপও আমার
পরবো-তাতে কী?
মিষ্টি কুমড়োয় বেসন গুলে
ভাজব বেগুনী।
তালিকাতে রাখব আরো
কুমড়োর ডালপুরি।
কুমড়ো দিয়ে রাঁধব স্বাদের
ইলিশ পাতুরি।
নারী পুরুষ নাই ভেদাভেদ
কপালের দোষ কী?
কপাল আমার টিপও আমার
পরবো- তাতে কী?
মিষ্টি কুমড়োয় বেসন ঢেলে
খাবো বেগুনী,
কোনো কাজে নেই যে বাঁধা
আমি বাঙ্গালী।