অনু কাব্য ৪


ত - তুলে তরবারী তরিৎ, তমসায় তন্ময় তরুণী,
থ - থামে থলথলে থোতায়, থালাতে থাবড়াচ্ছে থুবড়ী,
দ - দেখে দড়িবাজের দক্ষতা, দরবারে দেখো দা!
ধ - ধুলায় ধুলিলুন্ঠিত, ধনকুবেরের ধনে ধাঁধা।


থুবড়ী- অবিবাহিতা


                      অনু কাব্য ৫


ন - নিরাশ নাট্যশালাতে, নটঙ্গী নূপুর নাচে,
প - পড়ে পাঞ্জি, পুঁথি, পুতের পোলাদেরকে পোঁছে,
ফ - ফুফায় ফুলে ফুলে, ফাঁসীর ফান্দেতে ফেঁসেছে,
ব - বলে বাঁদরামি বন্ধ, বাবুরা বাদাম বেচে।