নশ্বর এই পৃথিবীতে কষ্ট ভীষণ কষ্ট
বিবেকগুলো খুইয়ে আজ সবাই পথভ্রষ্ট,
করোনার এই করালগ্রাসে মরছে কত শত
তারপরেও বিবেকগুলো হয়না যে জাগ্রত।


উপদেশ আর ভালো কাজ লাগেনা আর ভালো
পরের সুখ দেখলে মোদের মুখগুলো হয় কালো,
অন্যের ঘর করে আঁধার নিজ ঘরে জ্বালি আলো
একবারও দেখিনা ভেবে কাজটা কি ঠিক হলো!


সাধুর ঘরের সিঁদটি কেটে যাই যে করতে চুরি
অন্যের মাথায় কাঁঠাল ভেঙে দেখাই বাহাদুরি,
সবখানেতেই অনিয়ম আর কাদার ছুঁড়া ছুঁড়ি
যেমন আছে থাকবে কি তাই তলাবিহীন ঝুড়ি?