মায়ের প্রেমে ব্যাকুল হয়ে
ছুটি নাড়ীর টানে,
জন্মভূমির মাটির গন্ধে
স্বস্তি জাগে প্রাণে।


দেশের প্রতি ভালোবাসার
কমতি নাইতো কোনো,
দুঃখ কেবল মায়ের কোলের
কতক মানব বুনো।


সুযোগ বুঝে আঁড় পেতে রয়
ফেলবে দারুণ ফাঁদে,
দূরের মানুষ ভাবে সবাই
মনটা ডুকরে কাঁদে।


রক্ত পানি করা টাকা
হাসিমুখে বিলাই,
নিজের সুখের ধার ধারিনা
অন্যের সুখে সুখ পাই।


তবুও তো আপন বলে
ভাবেনা যে মোদের,
স্বার্থ সিদ্ধি না হলে ভাই
চড়া মেজাজ ওদের।


বলির পাঁঠা বনাতে চায়
দিতেই হবে ধরা,
দেশের প্রতি ভালোবাসায়
খাচ্ছে টনক নড়া।


রচনা স্থান :- সিলেট, বাংলাদেশ