বসত ঘরে গাঙের জল
গাঙের জলে মিষ্টি ফল,
মিষ্টি ফলে কেউটে সাপ
কেউটের পেটে ফেলুর বাপ।
ফেলুর বাপে দিলো ফাল
ফালের চোটে হলো কাল,
কালকে খাবে রস পিঠা
পিঠার গায়ে নুনের ছিটা।
নুনের ছিটা পড়লো গায়
গাঁয়ের মাঝি বাতাস খায়,
বাতাসে দেয় বৈরী তাল
তালের পিঠায় মসুর ডাল।
মসুর ডালে পানি কম
কম হলেও স্বাদের যম,
যমের বাড়ি কোন বা গাঁয়!
গাঁয়ের পথে পালকি ধায়।
পালকি ধাওয়ায় আমি নাই
নাই গো আমি বাঁচতে চাই,
চাই না গো ভাই মরতে হায়
হায়রে কেমনে বাঁচা যায়?