নীলাম্বরী পরে গগন
হাসছে দেখো বেশ,
মেঘ বালিকার দুষ্টুমিতে
ঢাকলো নীলের রেশ।


পবন মশাই ছুটে এসে
বলে ওহে মেঘ,
ফুৎকারে এক হবে বিলীন
দেখো আমার বেগ।


বৃষ্টি রাণী হঠাৎ করে
কাঁদছে ঝরো ঝর,
মাটির বুকে ফুটছে কদম
আছিস কে-রে ধর।


সূয্যি মামা অবাক হয়ে
গালে দিয়ে হাত,
ভাবছে বসে আজব কান্ড
হলো নাকি রাত!


চন্দ্র বাবু বলছে হেঁকে
হয়নি সময় হায়,
সূয্যি মামা উঠো জেগে
প্রহর চলে যায়।


স্বাতীরা সব দল বেঁধে ঐ
গেল কাঁথার তল,
বলছে ডেকে মেঘ বালিকা
হঠাও তোমার ছল।


আনন্দেতে হাসুক সবাই
উজাড় করে প্রাণ,
নীল আকাশে হাসুক রবি
ছড়াক খুশির ঘ্রাণ।