গৎবাঁধা সব নিয়মগুলো
লাগেনা আর ভালো,
চারদেয়ালে বন্দী থেকে
খুঁজে ফিরি আলো।
জরাজীর্ণ পৃথিবীটা
ধুকছে রোগে শোকে,
পাপের ফসল করছি যে ভোগ
চায়না মানতে লোকে।
কিসের এত অহং মানব
কিসের বাহাদুরি?
ক্ষমতার দ্বার ক্ষুদ্র অতি
ভ্রান্তপথে ঘুরি।
কত আপন গেলো চলে
তবু সাজি অন্ধ,
সময় হলে যেতেই হবে
করে খেলা বন্ধ।
হাত তুলে আজ সবাই মিলে
ভুলের স্বীকার করি,
মহান রবের ক্ষমার আশায়
নতুন জীবন গড়ি।