আজো কোকিল ডাকা বসন্তের ভোরে
পড়ে মনে তোমারে
আজো রয়েছে ফাল্গুনের হাসি ধানের শীর্ষে
শুধু নেই আমার ফাগুন অভ্র ঠোঁটে
আজো প্রতিটি স্নিগ্ধ সকালে
দেখি তোমারই প্রতিচ্ছবি
আজো কমেনি ব্যাকুলতা
যতটা ছিল তোমারে না দেখে
আজো আঁখিদ্বয় চায় দেখতে
তোমার নিঃস্কলংক মায়াঘেরা নয়ন
আজো বাঁজে মনে সেই সুর
যা তোমায় কাছে আনত
আজো দোলে সেই কমল কেশ
শুধু আমারই কল্পনাতে
আজো কাতর, আজ পাথর
তবু তুমি তো রয়েছ সে মন্ঞ্চে
আজো কাননে রয়েছে শুভ্র গোলাপ
নেই তুলে দেয়া তোমার সে হাত
আজো বাড়াই হাত তোমার পানে
শুধু পায়না তোমার স্পর্শ
আজো জোস্না মাখা বিমুগ্ধ রাতে
বাসনা জাগে দেখতে তোমারে
আজো সম-সিন্ধু বাসি ভালো
তব পড়ে মনে তোমারে॥