তুমি এসেছিলে, আমি যাইনি
তুমি ডেকেছিলে, সাড়া দেইনি
তুমি তো তুমিই, আমি তো তুমি না
তুমি রাগ কর, আমি পারি না
আমি ভালবাসি, তুমি পার না
তুমি হাত ছেড়ে দিলে তোমার জন্যে
ব্যথা অনুভব করলাম আমি মনে
হাত বাড়ালেও চোখে পড়ল না
তুমি দেখেছিলে, ঢেড় দেখেছিলে; ধরলে না
আমি জানি তুমিও ভালবাস, তুমি জাননা
জানি আমায় ছাড়ার কষ্ট, তুমি মাননা
আমি পারতাম না, তুমি পারলে
অজানা কোন মায়ায়
ভালবাসাহীনতা অর্পণে দিদ্বা করলে না
তুমি জাননা, আমিও পারি
যতটা ভালবাসি তার চেয়েও বেশি
ভালবাসা-হীণতা গ্রহণের ক্ষমতা রাখি
তুমি পারতে না, তুমি কমল
আমি পেরেছি, আমি পাথর
তুমি; হ্যা তুমিই দিয়েছ, তাতে কি
জ্বলা অগ্নির-স্ফুলিঙের ছিটে টুকরোও
তোমার স্পর্শী হতে দেব না
তুমি এসেছিলে, নিরবে ডেকেছিলে
আমি যাইনি, সাড়া দেইনি
তাতেই এ তীক্ষ্ণ অভিমান!
পাথর গলাতেও যার বাঁধেনি
তবে আমি কাঁদিনি
সিক্ত হৃদয় হু হু করলেও কাঁদতে পারিনি
তোমার কাজটা স্বাভাবিক
তবে ছলনাটা মানবিক
তোমার ছলনা, আমার কল্পনা
দুইই সঠিক, তুমি মাননা
প্রশ্ন আমার, সত্যিই কি অভিনয় ছিল
চোখ ভুলানো এতো নিখুত অভিনয়
কিভাবে পারলে বল