একটি ফুল, মিষ্টি সুবাস
ধরার আঙিনায় বসন্তের আবাস।
অপূর্ব সে ইন্দু কায়া
নয়ন জোড়া আবির মায়া।
হয়েছে ভূল
নয় সে ফুল,,
সে তো বসন্তদূত, দ্বিজ
সনদ তার পক্ষীকূল।
অনিল দেখি ধায়
বিহঙ্গের পানে
সদা বিধিল কজ্জল কেশের গায়।
চিনেছি আমি, জেনেছি তব
নয় সে বিহঙ্গ, না পুষ্প
মানবী সে দীপ্ত নব॥