আজি এ ঘন বারিষারে, মনে পড়ে তারে
বৃষ্টিস্নাত দুপুরে কিংবা গোধুলির লগ্নে
বর্ষার এ আলোছায়ার খেলায়, বড় মনে পড়ে তারে


মনে পড়ে তার বৃষ্টির গান, বৃষ্টির জলে জুড়ায় না প্রান
দূয়ারে দাড়ায়ে সম্ভাষন, বৃষ্টি যে থেমে গেল, যাবি কখন?
মনে পড়ে তার আকুল আবেদন দাড়ায়ে কদমতলে
বন্ধু আমায় দে আনি ফুল, ভিজায়ে বৃষ্টিজলে
তার সে কথা, তার সে সুর নিভিয়াছে কি চিরতরে?
বৃষ্টিস্নাত দুপুরে আজি বড় মনে পড়ে তারে


মনে পড়ে তার আকুলতা, বৃষ্টি মেখে ছোটার ব্যাকুলতা
হাতটি ধরে চোখের পলকে, বারি ভেঙে চলে জ্বলকে জ্বলকে
মনে পড়ে তার তীব্র ছুটে চলা মেঘের পরে মেঘ
বারি যে ছোটে, সে পায়ে লোটে, তার চেয়ে ঢের বেগ
তার সে গতি, তার গান মুদিয়াছে কি চিরতরে?
গোধুলির লগ্নে আজি বড় মনে পড়ে তারে