কোথাও হারিয়ে যাই
স্বপ্ন দেখছি সুখের;
অসুখ হয়েছে সুখের স্বপ্ন দেখার।


স্বপ্নে এক ফেনিল সমুদ্র;
তার ভেতর রয়েছে
ভিসুভিয়াসের মত সত্ত্বা
আমি বলি তারে রুদ্র,
রুদ্র রাতদিন পোড়ে
জলঘেরা এই সমুদ্রের ভেতর
প্রত্যহ পোড়ে দগ্ধ হয়
লোকে তার আচ পায় না।
তারা শীতল সমুদ্রের পারে,
শীতলতা নেয়,  
রুদ্রকে নেয়না, পায়না।


স্বপ্নে, ব্যাথার বৃষ্টি হয়
তীব্র সে ব্যাথায়
আমি নাম ভুলে যাই,
আমি স্বপ্নে তোমার নামে নিজেকে চিনি
নিজের ভেতর তোমাকে খুজি।
  
কাষ্ঠকঠিন এই আমি যতটা তরল হয়ে ঝরেছিলাম
ততটাই আমি গরল ছিলাম;
স্বপ্ন সমুদ্রে আজ ঝড় বয়
নাবিকরা ভয় পায়
স্বপ্ন এখন বিচলিত
সুখ এখন মুর্চ্ছাগত ;........... (অসমাপ্ত)