মাতৃ মৃত্যুর মতো জীবনের আরেকটি ছায়াকে
পুড়ে যেতে দেখছি হৃদয়ের নির্জন শ্মশানে,
বর্ণভেদি আগুনে নিভে যেতে দেখছি সমস্ত সজল সঞ্চিত  সঞ্জীবনী।


ধুমধাম হচ্ছে খুব, কেউ সাজছে কেউ নাচছে, কেউ কেউ বাজাচ্ছে বেসুর, আমি অটল স্থির
যেন আদিম কোন পাহাড়ের জীবিত উত্তরপুরুষ।


রস গন্ধ শুকিয়ে যাচ্ছে মায়াময় পৃথিবীর জঠর থেকে অভিশাপ বিলিয়ে দিচ্ছে বিষাক্ত
পারদ, আমাকে আমি আর বিশ্বাস করতে পারছি না।


আমি বধির হতে থাকি, অন্ধ হতে থাকি,
চেতনার কারাগারে শূন্যতার অসুখ মরতে থাকে
ভস্ম হতে থাকে শৃঙ্খলিত জীবনের কায়া।



২১ ফেব্রুয়ারি ২০২২