মানুষতো এখন রং করা পুতুল
ঝলসে যায় সে রংও সময়ের অনির্বাণ আবর্তনে।


কি হয় রং মেখে; কাদা জলের পুতুলে
মিথ্যা মেকাপ লেপ্টে;
কি লাভ, ক্ষনিক নাটকের নটবর সেজে !


ছলনার প্রলেপে নিজেকে বন্দী রেখে
খুঁজে ফিরি মুক্ত মঞ্চ আর
ভাবি বিশ্ব নাটকে আমার বুঝি রাজার পাঠ।