আমি প্রাচীন কৃষক
বৈমানিক মনের চাষীর শরীর
আলোর জলে ধুয়ে পরিষ্কার করি
অমানুষের নরক
চাষবাসে মন টেকে না
অনাবাদি থাকে জন্মান্তরে বিশ্বাসী পাপ
অভিশাপ মাথায় নিয়ে ঘুরি নগরে নগরে
ঋন নিয়া সংসার চালায় কাকলী।
আমার শরীরে বাসা বাঁধে প্রেম
বৈরাগ্য মায়ায় আলোরন হয় না
কম্পন কেবল‌ অবেলার আলো
আমি যদি কাকতাড়ুয়া হ‌ই
তোমার আঁচলের মায়া দিও
আমি অনাবাদি অসুখের কামনায়
আলো হয়ে আবার আসবো।