কি ভালই না বাসে শরীরকে প্রাণ!
প্রাণে শরীর, শরীরে প্রাণ কি মাখা মাখি
অবিচ্ছেদ্য মিলন, এতটুকু বিভেদ নেই
নিবিড় পথ চলা বিরামহীন।


সেই প্রাণইতো শরীরকে ছেড়ে চলে যায় বেমালুম
এতদিনের বসবাস প্রনয় অনর্থ হয়ে যায়।
কি মায়া, কি আবেশ এতটুকু পিছুডাকে না
রক্ত মাংশের শরীর অথর্ব অকেজো করে চলে য়ায়
অদৃশ্য প্রাণ, যাকে শরীর ভালবাসত আজন্ম।


৩০ মে ২০১৮