তোমারা উৎসব করো উল্লাস কর, আমি
প্রতিকী মৃত্যুতে খুঁজে নেব আমার আরাধ্য
বহিমিয়ান প্রকৃতির বিবর্তন।‌ ছিঁড়ে দাও শিকল
পাগল ট্রেন দেখি দিকভ্রান্ত কতদূর যায়!



চোখের মধ্যে আগুন মেখে দেখি কেমন পোড়ে
সংসার বাড়ি ঘর, ঘুড়ির সুতোয় পাথর বেঁধে
উড়িয়ে দিয়ে দেখি বাতাসে ঘুড়ি সুতোর গড়াগড়ি;
অপেক্ষায় হাসে জলের উত্তাপ।



মাধবের বাঁশিতে ফুঁ দিয়ে দেখো কী গভীর ক্ষত!
ভাঙা মানুষ যে যত জোড়াক রুপা পিতলে
ফাটলে ফাটলে পোড়া দাগ, বাইরে দেখি
চটক নিটোল ভিতরে ভিতরে গহিন খাদ।



ওরা সুখের লাগি জোড়ায় ছেঁড়া তার তবুও
ভাসে না বিদ্যুৎ, আসে না আলোর জোয়ার।
আমি ভাঙা আয়নায় মুখ মেলে দিয়ে খুঁজি
টুকরো জীবন,
জানিনা কোন জানালায় কত অভিমান।


১৩ অক্টোবর ২০২১