ভালোবাসায় নিজের কতটুকু জানি না
নিজের নিজস্ব কী তার‌ই হিসেব  নেই,
হিসেব নেই ধ্রুব নশ্বরতার,  জল রঙের
ছবির মতো মনের জলছবিতে কী ভাসে
চোখ পড়ে না।


জানায় ভয় আছে, আছে যন্ত্রনার শঙ্কা,
পরিচিত পথে কাঁটায় যেমন ভোগায়, অচেনা
পথে সে ভয় পাই না, অচেনা নতুনের সুখে
পথে পথেই মেলে ফুল ও পাখি।


ঋতুর আরর্তনে পৃথিবী তার শরীর পাল্টায়,
মানুষের দেহেও কি ঋতু আছে?
হৃদয়ে এক আকাশ আছে, আছে আষাঢ় শরৎ,
আছে মেঘ জল বৃষ্টি, আছে রংধনু, বিজলী আর
পাখিও আছে।

জানি না সে আকাশে তারা আছে কিনা, চাঁদ
ওঠে কিনা,
কার‌ও নদীতে তার টানে কি জোয়ার আসে?
জানি না কে উড়ায় কার মনের ঘুড়ি।


কে জানে কে কতটা শিল্পী কতটা কবি?
নিজের ঘরে নিজেকে নিজে যখন আবিষ্কার করি,
তখন ঈশ্বর‌ই অবিনশ্বর হয় বাকি সবখেলা।


১৪ জুলাই ২০২১