এমনটা জীবনই চেয়েছিলে বুঝি, হে উদাস মন
রাত ভরা তারা আর দিন ভরা বৃষ্টি,
নদীর ঢেউ ভাললাগে বলে মরতে চাও নদীর জলে
অসময়কে সঙ্গী করে ভ্রমনে বেড়োও
অলুক্ষনে ইঙ্গিত আমলে নেও না।


এমনটাইতো চেয়েছিলে জীবন
অসুখে অনাহারে হাসবে দ্বিধাহীন
মুক্তি চাইবেনা বীভৎস দুঃসময়ে,
পাথেয়ে প্রবল অবিশ্বাস নিয়ে একাই মিলাবে পথ
এমনটাইতো চেয়েছিলে।