ভোর হতে না হতেই দুপুর হয়ে যায়, দুপুর এলেই বিকেল
বিকেলে চোখ খুললেই সন্ধ্যা, এরপর রাত
রাতের সাথে দেখা হয় রাত দুপুরে, এভাবে
দিনগুলো হারিয়ে যায় সময়ের শৃঙ্খল থেকে;
শৈশব নিমিষেই চলে গেল, কৈশোরতো একটু গোধূলী মাত্র
যৌবন আসতে আসতেই পুরুষতা পৌঢ়ত্বের
কাছে এসে বধির হল;
বার্ধক্যেরও বা কি দোষ সেওতো অনাহুত নয়
ভোর হতে না হতেই দুপুর হয়ে যায়, দুপুর এলেই বিকেল।