মুগ্ধরা সব মুখ ফিরিয়ে নিক, বিষে শেষ হোক অধরা অমৃত,
নির্বিঘ্নে চলুক শরীর, অশরীরী পাপাত্মা।
অথবা জিনুকে ফুটুক ফুল, মাকড়সরা সঙ্গমে জন্মাক প্রজাপতি,
বৃষ্টিতে ঝড়ুক মুক্তো।
তুমি আর আমি গোলাপ দর্শকই থেকে যাব অনাদিকাল
যেমন অনক্ষ অনঘ।