আমি ভালবাসার যোগ্য না
আমাকে বরং ঘৃনা করা যায়,
ঘৃনা খারাপ কিছু নয়
ঘৃনা ভয়ের চেয়ে ঢের ভালো।


যদি আমি ভয়ের যোগ্য‌ও হ‌ই
সেও আমার অযোগ্যতা,
তার চেয়ে আমি বরং
স্বার্থপর ভালো।


টাকা কড়ি জমি জায়গা চাই না
আনন্দ স্বার্থে বেশ একপেশে
সচেতন ধান্দাবাজ।


একটি গোলাপ চেয়েছিলাম
পোষ মানাতে।
বুনো ফুল পছন্দ না বলে
বাগান কিনেছিলাম হৃদয়ের দামে
হৃদয় ফুরালে বাগান‌ই পুড়ে ছাই!


সে প্রিয় গোলাপ আর পোষ
মানলো না।
কাঁটা জুড়ে জুড়ে ফুল বানাতে গিয়ে  
খুনি হয়ছি বহুবার,
খুন জখমে চেতনায় জমতে থাকে
শাস্তির সমন।


সময়ের তাগাদায় দায় মুক্তি মেলে না,
নিজ থেকে পালাতে পালতে
আর কত নিরুদ্দেশ হ‌ওয়া যায়?


৩১ জুলাই ২০২১