তোমার পতাকায় পদ্য হলে, মনে রেখো
আমার তরবারির ধারে হবে ভূমি,
যত‌ই দেখাও আর্চারির খেলা, আমি কিন্তু
একলব্যের জাত, শোষণ করো ক্ষতি নেই
সমর্পণকে দাসত্ব ভেবো না।


                    

ফুলের মালি যখন সাপের খামার করে
তখন প্রেম বিক্রি হয় বিষের আউন্স দরে,
সাপুড়ে যে সাপখেলা দেখায় তাতো কেবল
তাবিজ বেচার ছল। যত‌ই দেখো যাদু মন্ত্র
আসলে সব‌ইতো মুন্সিয়ানার ফল।


                          

তুমি উর্বরতার কন্টাক্ট নিলে, আমি
মাঠ ফসলের উৎসব হ‌ই;
যত‌ই দেখ রঙিন বেলুন, ভিতরে কিন্তু
শূন্য‌ই স‌ই।


                              

তোমার শরীর শহরে বৃষ্টি হলে, আমি ভেজা
আকাশে বিদ্যুৎ হ‌ই;
যত‌ই দেখ আলোর খেলা, ভিতরে ভিতরে
আঁধার ব‌ই।



২৮ অক্টোবর ২০২১