নতুন পরগাছায় ছেয়ে যায় পরাণের বটবৃক্ষ
শোকের শৈত্যপ্রবাহে নুয়ে পড়ে বেদনার্ত প্রবীণ
হৃদয়। চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া আমার
বাড়ন্ত যুবতী সাহস খিলখিল করে হেসে ওঠে।
ভালোবাসা পড়ন্ত বেলার রোদের মতো
শুকিয়ে যেতে যেতে বলে যায় দোলনচাঁপা
বর্ষায় ফোটে।


চুপ হয়ে যায় সব, নদীর বুকের উজান
উথাল আর কানে বাজে না, বৃষ্টির অপেক্ষার
আলোরণ নেই, নাগরিক পাখির রাগ নেই,
নেই বৃক্ষে বৃক্ষে কথপোকথন।
হঠাৎ হঠাৎ বেজে ওঠে শববাহী গাড়ীর সাইরেন!


০৩. ০১. ২০২২