জন্ম দাগ দেখে আঁতকে উঠি
আমি আসলে কার সন্তান, আমার পূর্বপুরুষ কে?
জন্মাবধি আতুরঘরে সোনার ফসল দেখে বড় হয়েছি
ফুলে ফলে ভরা মাঠ ঘাট দেখেছি আশৈশব


আজ আমার পিতৃপুরুষের ভিটায় শুকর চড়ায় কারা।
কথা ছিল আমার উঠোনে বিছানো থাকবে শিউলি
ক‌ই  সে উঠানেতো আজ তারকাঁটা ঘেরা, ভেতরে গোবর শুকায়
দোলনা ভেঙে জবাইয়ের আঁড় বানিয়েছে কোন কসাই।


যদিও সাঁকো সেতু হয়ে যাচ্ছে, নদীর ভাঙন থেমে যাচ্ছে
মাটির ঘর দালান হচ্ছে, মহাকাশে বাড়ি হচ্ছে
কিন্তু মানুষতো মানুষ হচ্ছে না!
বাড়ছে কেবল মানুষের পশু হবার প্রতিযোগিতা।