বোতল বোতল সুখে আর তৃপ্তি নাই, এখন
পুকুর পুকুর সুখ চাই, মাঝে মাঝে সমুদ্র
নদীর‌ও সোহাগ চাই।
স্বাদের প্রসাদে মসলাদারীতে করে চেনাপোক্ত
পাচক। আমি স্বাদের পর্দা পাল্টাতে পাল্টাতে
মুখিয়ে নি‌ই গোপন মাংসের প্রজাপতি।


অসুখ করে ভীষণ অসুখ করে, আবোল
তাবোল ভালোবাসায় উল্টে ফেলি আসমান
জমিন। ভালো করে মেখে নিলে কষ্ট বিষাদ‌ও
দারুন লাগে‌!


চাঁদের বুকে দেখি রাতজাগা শ্মশান পোড়ে, মৃত্যু
মেঘের কোলে সাতসমুদ্র ছবি আঁকে,
রাঁধার বাঁশিতে  ভাঙে কূল, আমার
পাপ পরিজন নিয়ে চলে ঘর সংসার।


পূনশ্চ:
আসলে কেউ কাউকে পায় না, শুধু পায় স্বীকৃতি, সয়ে-নেয় অসম মীমাংসা।
নদীতে নৌকার জীবনের মতো বন্ধনহীন
মাঝির প্রেম কেবল বিলাসে।


১৬ অক্টোবর ২০২১