বরফ যুগের শীতলতা তোমাকে দিতে পারি
যদি দাও সমুদ্র মন্থনের স্বাধিকার।
চিত্রাঙ্গদা হতে পার নি বলে অভিমান কর না,
আমি মনস্তত্ত্ব বিক্রি করে কিনে দেব অভিবাসন।
যদ্ধের গান শুনিয়ে লাভ কী, ভালোবাসার
বিচ্যুতিতেই ঘটে যায় মহাপ্রলয়।


তোমার কাছে সরস্বতী নদী চেয়েছিলাম
আমি অনুর্বর বলে অপেক্ষায় রেখেছিলে,
আজ আমার রক্তাক্ত হৃদয়ে চোখ রাখো, দেখ সপ্তসিন্ধুর ঢেউ, জলোচ্ছ্বাসের ধ্যানে দেখ
তামসিক যজ্ঞ। ভাঙনে ভয় পেও না,
দিন দিন আত্মহননে জমছে দেহের বিনাশ।


এই নাও সুগন্ধি রুমাল, আর শত্রুতা চাই না,
দূরত্ব বাড়াতে বাড়াতে চলে গেছি নিষিদ্ধ দূরত্বে।
যেখানে দেহতত্ত্বের বদলে সহজে মেলে মৈথুন,
বৈরাগ্য‌ ধার করে পাওয়া যায় সাধনভোগ
অমাবস্যায় পূর্নিমায় হয় মহোৎসব, তবুও
মেলে না দেহ আত্মার রসায়ন।



২৩.১২.২১