সুখ দুঃখ পেন্ডুলামের মতো দোলে
হৃ‌ৎপিন্ডের দুদিকে
শখ করে দুঃখ পোষে সৌখিন মানুষ
যদিও দিন রাত হিসেব করে চলে
প্রেমের পিপাসার নদী।
তবুও বাঁধে গান বিবাগী বাউল
''প্রেম বিনে সুখ নাহি
ডুব দে মন প্রেম সায়রে
যার অন্তরে অসুখ আছে''
কামনার লোভ, আলস্যের অসুখ ও নির্ভার সময় নিয়ে চলে জীবন খেয়া।
দেখি তারারা খেলে অবিরাম যুদ্ধ যুদ্ধ খেলা।


০৯ ডিসেম্বর ২০