তরুণ রমনীর মতো চুম্বক হ‌ও, হে প্রকৃতি
আমি মৃত্তিকা থেকে হয়ে যাব অপার্থিব ধাতব
চৌম্বক। ১৬ আনা জীবনের সবটাই দিয়ে
দেব, আসুক দেবী কিংবা দানবী, কেবল
ভালোবাসা দিক ছলনায়।
  
আনন্দ মাধুকরীতে কাটাই সব বেলা অবেলা,
মেঘ‌ পাখিকে বারণ করে হারিয়ে যাওয়া
বকেয়া রাখি। নিজেকে ভাসিয়ে দেব, ভুল
ভাঙা জোয়ার আসুক, দখিনা কার চাঁদে
কত জোয়ার।


কানাকড়িও সঞ্জয় নেই, ঘর বল আর হৃদয়
দিন পালালে দুঃখ কী? শূন্য বাঁধি বুকের
মাঝে, অসুখগুলো সাতরে সাতরে পাড় হয়ে
যায় দেহের নদী। আমি যৌবন খেয়া বাইতে
বাইতে স্বপ্নে আবার কৈশোর ধরি।


হে ঈশ্বর, তুমি পারলে নদীর পাড়ের নারী হ‌ও,
আমি জাত শিকারী ধীবর হ‌ব, জালে জালে জল ধরেও নদীর বুকের বাঁধন রবে।
এ সাধের জীবন যেমন‌ই হোক, নদী ও নারী
পেলে আমি গৃহবাসী ময়ূর হব।


০৮ অক্টোবর ২০২১