হাত গুটিয়ে বসে থাকতে মানা নেই, কিছু করলেই দোষ


ভালো বাসতে বাসতে বিষ হয়ে যায় ভালবাসা
ভেঙে চুরে নিঃসঙ্গ হতে ইচ্ছে করে খুব,
এক ঘরের মানুষ কেমন আটপৌরে হয়ে যায়
সংসার সংগম কেমন বিস্বাদ লাগে‌;
চেতনার নদীতে কুমারী মেয়ের মতো জেগে ওঠে  অস্বস্তির চর।


পুরাতন প্রেমিকারা ফিরে আসে, ফিরে আসে বন্ধুদের দল, ফিরে আসে সেই বিকেল, ফিরে আসে জোৎস্নার জল।
যেই আসুক আমাদের আর ফেরা হয় না,
ফিরে যেতে ইচ্ছে করে ফেলে আসা পথে,  হোক সে বেখেয়ালি ভুলচুক।


সামনে আঁধার নামে, আঁধারে বড় অসুখ।


০৩ সেপ্টেম্বর ২০