নিজেকে লুকিয়ে রাখছি। নিজেকে লুকিয়ে রাখছি বিষাক্ত বিবরে
পাপহীন থাকবো বলে গুটিয়ে নিয়েছি শিল্পের থালা বাটি,
অক্টোপাসের মতো আমাকে গিলে ফেলছে সমাজ।
পঁচা রাজনীতি আর বাসি ধর্ম ক্রমাগত বিষাক্ত ভাইরাসের মতো
সংক্রমন ছড়াচ্ছে সমাজে। নির্বোধ মানুষ নিরাপদ দূরত্ব  মানছে না
লোভ আর স্বার্থের চশমাপড়া মানুষগুলো নর্দমার মাঝেও  দেখে সোনা
কাক কুকুরের মতো পথ চলতি মানবতা খুঁজে ফেরে ভাগাড়।