একটু অবসর রাখি বিরহ কাটাবো বলে
বিরহের নরম স্বভাব আমার আপন গোপন
আপনাকে খুঁজে দেয়। আমাকে আমার অন্ত অস্তিত্বের সাক্ষাৎ করায়, আলাপ জমে একান্ত আমিতে।
স্বজনহীন নিষ্ঠুর নির্জনতায় যার নিস্কাম সাহচর্য, সে বিরহ।


বিরহের অতলে ডুবে দেখি, সেই তো আসলে ভালবাসার বিগ্রহ, প্রেমের আবছায়া।


২৯ অক্টোবর ২০