ভালো নেই উদাসীন জীবনের বন্দী কোঠরে
আধ বাসি চাঁদ ডোবে আর ভাসে শোকের
শুকনো নদীতে; চোখের নরম জলে গলে পড়ে
হৃদয়ের নদী।
আধামুখী এক সিগারেটের মতো
জীবনের রঙ রস জমে থাকে আধপোড়া
এ জীবনটায়।


চেনা চিবুকে পরিচিত নিঃশ্বাস গুনে গুনে
মেলেনা জীবনের যোগফল।
নদী পাহাড়‌ও বাসি হয়ে যায়, হেলে পড়ে
ভাবনার দেয়াল।
আটপৌরে আলো শুকিয়ে আসে, শরীরের
চার্জে জ্বলে না বিদ্যুৎ; তবুও ভাবি
এক জীবন ঘাসফুল হয়েও বাঁচা যায়।



২০.১২.২১