আদি অন্ধকারে ঢেকে যায় মহাকাল
লোভে লোভে বাড়ে অসত্য আস্ফালন,
সময় সমুদ্দুর পার হতে  হতে
ঋনে ঋনে ভারী হয় জীবন, সুখ সাগরে
ডুব দিয়ে দেখে মন
অমলিন অসুখের বীজ বুনেছে বিধাতা
যেখানে জীবনের নাভিমূল।
সূর্য  সঙ্গমে সৃষ্ট প্রান অভিমান শুধু বৃদ্ধির
অথচ আড়ালে অলস লোভ, আত্মরতি, নিস্ফল কামনা
আত্ম হননে উৎসাহ যোগায় নিরন্তর