সময় যখন হুইলচেয়ারের মতো চলতে থাকে, মেঘ পাখির জীবনকে তখন হিংসে হয়।
কাক ডাকা ভোরে প্রেমের মতো মোহন বাঁশি
ভিতরে সমুদ্রের মতো উচ্ছৃঙ্খল হলেও
শত বৎসরের জমাট বরফের স্থির হৃদয়ে
হিম শীতল কষ্ট হয়, বিশ্বাসের ফুলগুলো
ঝড়ে যায়, ভালোবাসার সুগন্ধেও ধরে মরিচা।
গোলাঘরের আবদ্ধ  শ্বাসকষ্টে আকাশ দেখার
একটা জালনা চাই, চাই কেউ আমাকে খুন
করে হলেও মুক্তি দিক বিশ্বব্রহ্মাণ্ড মাঝে।



১ আগস্ট ২০২১