আমি গোপনে মুছে ফেলি সন্ধ্যাতারা
পথ হারানো অসুখ আমার বড় প্রিয়,
ফেলে রেখে একতারা আমি আলপথে খুঁজি
যুগল প্রজাপতি, রোদে রোদে খুঁজি সোনা।


নামতে নামতে একদিন ঠিকই নেমে যাব পথে,
পথ প্রতিক্ষায় থাকুক কোন অগোছালো
সকালের, কোনোদিন ভোরের পাখি হতে
পারিনি, অবেলার কাক হয়ে কেটে যাক এ
ময়লা মাখা পৃথিবীর সময়।


স্রোতে কাদা মেখে পার হয়ে যাক এ জলের
জীবন, আমিতো অবিনাশী ন‌ই, স্নেহের
ঢেকুরে উগ্রে উঠুক ভালোবাসার নাভিশ্বাস,
বন্ধ হয়ে যাবে একদিন সাঁতার সাঁতার খেলা।


জোনাকি দেখে লোভ হয়, কেমন আলো
জ্বেলে জ্বেলে পার করে দেয় এক্ষনের নদী,
আমিতো কেবল আঁধার জ্বালাই,
জীবন বদলের কালো তাবিজে বিশ্বাস নেই,
পরজন্মে না হয় মায়া হরিণ হয়েই জন্মাবো।



১৬ সেপ্টেম্বর ২০২১